reporterআজকের টাইমস ডেস্ক
  ৪ দিন আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিলেন পুতিন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরুর ঘোষণার পর এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র পরীক্ষার জন্য প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে পুতিন বলেন, যুক্তরাষ্ট্র কিংবা পারমাণবিক পরীক্ষা-নিষেধ চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশ যদি আবার পরমাণু পরীক্ষা শুরু করে, তবে রাশিয়াও সমান পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে।

এক বিবৃতিতে ক্রেমলিন আরও জানায়, পুতিন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন এমন সব প্রস্তাব তৈরির জন্য যা প্রয়োজনে দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। এই পদক্ষেপ বিশ্ব রাজনীতিতে অস্থিতিশীলতা বাড়াবে বলে বিশ্লেষকরা শঙ্কা প্রকাশ করছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসোভ জানিয়েছেন, আর্কটিক অঞ্চলের নোভায়া জেমলিয়া ঘাঁটিতে অল্প সময়ের নোটিশেই এমন পরীক্ষা চালানো সম্ভব।

উল্লেখ্য, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া আর কোনো পারমাণবিক বিস্ফোরণের পরীক্ষা চালায়নি। বিশ্বে উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যারা ২১ শতকে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।

  • সর্বশেষ