reporterআজকের টাইমস ডেস্ক
  ৫ দিন আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

নারায়ণগঞ্জ ডিবির অভিযানে ১৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জ জেলার গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহেল রানার তত্ত্বাবধানে এবং গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক (ইনচার্জ, সোনারগাঁও জোন)  এনায়েত হোসেন এর নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিঃ)/শরীফুল হাসান ও এস আই/ সজীব সাহা অভিজিৎ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ০৪/১১/২০২৫ খ্রি. রাত আনুমানিক দিবাগত রাত ০৩.৪০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনাচড়া সানারপাড় সাকিনস্থ (বিশ্ব রোড) ১৩/ই, মজুমদার টিম্বার ফার্নিচার এন্ড ডোর নামক স্থানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে

১। আব্দুর রহিম (৩০), পিতা: মুত হারুন মোল্লা, মাতা: ফুলজান বেগম, স্থায়ী গ্রাম- মাঝারদিয়া উপজেলা/থানা-সালথা, জেলা-ফরিদপুর, ২। আবুল হাসান দরানী (৩৩), পিতা-মৃত আওলা আলী দরামি, মাতা-নিয়ায়, সাং-লোহাইর, থানা-মুকসেদপুর, জেলা-গোপালগঞ্জ, ৩। মোঃ নুর নবী (৪৫), পিতা-মোঃ আবুল হোসেন, সাং-আতকারা, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুরদের ১৪০০ (চৌদ্দশত) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ