নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে রাজশাহীতে আসিনি

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাভুক্ত সারাদেশে শতাধিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি আছে। টিটিসিগুলো ভালো চলছে। এখানে যারা কাজ করেন, কর্মসংস্থানের জন্য দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বাংলাদেশের মধ্যে অন্যতম রাজশাহীতে মেয়েদর টিটিসি। সকল স্ততর এক সঙ্গে কাজ করলে প্রতিষ্ঠানগুলো আরও ভালো পর্যায়ে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
শনিবার সকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল রাজশাহী কারিগরি ও রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেেেন্দ্রর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথপোকোথন হয়।
অনুষ্ঠানে সাংবাদিকদদের প্রশ্ন ছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তার কোন মন্তব্য আছে কিনা। তবে তিনি বলেন ‘‘নির্বাচনের ব্যাপার নিয়ে কথা বলতে রাজশাহীতে তিনি আসেননি। তিনি এসেছেন টিটিসি পরিদর্শনে। এই শহরে আসলেই মনটা ভালো লাগে, এত সুন্দর একটা শহর, এত পরিচ্ছন্ন! তিনি রাজশাহীর মানুষদেরকে খুুবই পছন্দ করেন।
রাজশাহীর অনুষ্ঠান শেষে তিনি উপদেষ্টা ড. আসিফ নজরুল নাটোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের উদ্দেশ্যে রাজশাহী থেকে নাটোরের পথে রওনা হন। এসময় রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারসহ দুই প্রশিক্ষণ কেন্দ্রর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
