reporterমীম নাহার
  ২ মাস আগে
Shares
facebook sharing button
twitter sharing button
pinterest sharing button
sharethis sharing button

বিএনসিসি ক্যাডেট

খাকি পোশাকে

উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়

বিশ্ববিদ্যালয়ের বুকে গড়ে ওঠা এক দল

জ্ঞান, শৃঙ্খলা

একতার মন্ত্রে দীক্ষিত।

বিএনসিসি ক্যাডেট

ভবিষ্যতে শক্তি,

শান্তির অগ্রদূত অতি।

সেনা,নৌ,বিমান শাখার প্রতিচ্ছবি

সামরিক প্রশিক্ষণে

দীপ্ত দেশরক্ষায় ব্রতী।

সকালে যখন ডাকে এক নতুন সূর্যোদয়,

শৃঙ্খলায় ভরা এ জীবনে

বিএনসিসি ক্যাডেটরা নির্ভয়।

কঠোর প্রশিক্ষণে অস্ত্র ধরে,

ক্যাডেটরা এগিয়ে যায়

দেশের শক্তি জুড়ে।

বিএনসিসি ক্যাডেটদের নাম

দেশের সেবায় নিয়োজিত প্রাণ।

উঁচু শির,দৃঢ়পদ, চোখে স্বপ্ন অটল_

সাঁজোয়া যান রণকৌশল।

বিএনসিসি ক্যাডেট মানেই তেজ,

এটাই আমাদের মনের রেজ।

ক্যাডেট মানেই সামরিক নয়,

সর্বক্ষেত্রেই আমাদের পদচারণ হয়।

লক্ষ্যবস্তুর কাল্পনিক সরলরেখা তৈরি করে,

দৃঢ় হাতে অস্ত্র ধরে

বিএনসিসি ক্যাডেট মোরা,

দেশমাতৃকা'কে রক্ষা করবো

এই তো মোদের ধারা।

  • সর্বশেষ